Posted by The Mindset on December 31, 2012
আজ (১৪/১২/২০১২) সকাল সাড়ে ১০ টায় ঢাকা প্রেস ক্লাবের সামনে উন্মাদ রাজনীতির নৃসংশ বলি বিশ্বজিত দাসের নির্মম হত্যার প্রতিবাদে এক মানব বন্ধন অনুষ্ঠিত হবে ।
বিশ্বজিত দাসের খুনিদের বিচারের দাবিতে সনাতন ইন্টারন্যাশানাল ফাউন্ডেশনের এই মানব বন্ধনে সকলকে যোগ দিতে আহ্বান জানাই ।বিশ্বজিত দাসের বিদেহী আত্মার চির শান্তি কামনা করি । তাঁর শোকাহত পরিবারের জন্য সমবেদনা জ্ঞাপন করি ।
তীব্র ধিক্কার জানাই সেই নরপশুদের যাদের অমানবিক অত্যাচারের শিকার হয়ে বিশ্বজিত কে অকালে ঝরে যেতে হলো ।ঈশ্বরের কাছে প্রার্থনা করি এক শান্তি-শৃঙ্খলা-সৌহার্দের বাতাবরণ বিরাজিত উন্নত, ধর্ম নিরপেক্ষ ও সংখ্যালঘুর অধিকার সুরক্ষিত এক আধুনিক বাংলাদেশের ।আর কোনো বিশ্বজিতের মায়ের কোল কখনও যেন খালি না হয় । অনুষ্ঠানে যোগ দিতে না পারলে যে যেখানে থাকবেন , আজ (১৪/১২/২০১২) সকাল সাড়ে ১০ টায় বিশ্বজিতের আত্মার শান্তি কামনায় ১ মিনিট নীরবতা পালন করবেন । || জয় বাংলা ||
Innocent Hindu Tailor ghastly murdered in open day…
View original post 1,001 more words
Leave a Reply